ক) বিভিন্ন দপ্তরের চাহিদা অনুসারে চাহিদাপত্র প্রাপ্তির সাথে সাথে তা পরীক্ষান্তে বিলি আদেশ জারী করা।
খ) কোন খাতে কত বিলি আদেশ জারী হয়েছে তা নোটিশ বোর্ডে প্রদান করা।
গ) ওএমএস বরাদ্দ/বিলির আদেশ পরিমাণ এবংবিক্রিমূল্য নোটিশ বোর্ড লিপিবদ্ধ করা।ওএমএস খাতে মূল্য জমা চালান
প্রাপ্তির পর তা ঐদিনেই বিলি আদেশ জারী করা।
ঘ) চাল ওগম এর বাজার দর সঙগ্রহ পূর্বক নোটিশ বোর্ডে লিপিবদ্ধ করা।
ঙ) সংগ্রহ বিনির্দেশসহ তার উপজেলার জন্য সংগৃহীতব্য খাদ্যশস্যের পরিমাণ,ক্রয় মূল্য ও ক্রয়ের স্থান নির্ধারণ পূর্বক তা
যথাযথভাবে প্রচার ও নোটিশ বোর্ড উপস্থাপন।
চ) অধীনস্থ কর্মচারীদের যাবতীয় সুযোগ সুবিধা নিম্চিত করণের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS